ইসলামপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিধায়ক আব্দুল করিম চৌধুরী সঙ্গে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বিবাদ সর্বজন বিদিত। ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেনের সঙ্গে বিধায়কের সম্পর্ক আদায় কাঁচকলায়। নির্বাচন কমিশন লোকসভা নির্বাচন নির্বাচনের দিন ঘোষনা করেছে। দ্বিতীয় দফায় ভোট হবে রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং লোক সভা কেন্দ্রে। তৃণমূল কংগ্রেস রাজ্যের ৪২ টি আসনে প্রার্থী তালিকা ঘোষনা করেছে। কৃষ্ণ কল্যানীকে রায়গঞ্জ কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। বুধবার তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যানী ভোট প্রচারে ইসলামপুর ব্লকের রামগঞ্জ, আগডিমটি খুন্তি অঞ্চল সহ বিভিন্ন এলাকায় ভোট প্রচারে আসেন। ভোট প্রচারে অংশ নিয়েছে বিধায়ক আব্দুল করিম চৌধুরী, জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এবং ব্লক সভাপতি জাকির হোসেন সহ তাদের অনুগামীরা । বিধায়ক আব্দুল করিম চোধুরী জানিয়েছেন, সমস্ত বিবাদ ভুলে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জয়ী করতেই তারা প্রচারে অংশ নিচ্ছেন। বিধায়ক যখন দলের কথা বলছেন তার পাশে বসে মুচকি হাঁসছিলেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। ব্লক সভাপতি জাকির হোসেন জানিয়েছেন দল যোগ্য ব্যাক্তিকে প্রার্থী করেছে। এই এলাকা থেকে ব্যাপক পরিমানে ভোটে লিড দেবেন। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে তাকে আর্শীবাদ করতে যে ভাবে মানুষ ঘর ছেড়ে বেরিয়ে আসছে তাতে তিনি অবিভূত। প্রতিদিন Islampur
শেষমেষ ইসলামপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের পরিত্রাতা হিসেবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর দেখা মিলল। দীর্ঘদিনের বিতর্কিত দুই নেতা কানাইয়া-করিমকে ব্লক তৃনমূল সভাপতি জাকির হুসেন আয়োজিত নির্বাচনী প্রচারে দেখা গেল। বিরল এই দৃশ্যকে দেখে হতবাক ইসলামপুর বিধানসভার তৃনমূল নেতৃত্ব থেকে কর্মী সমর্থক ও বাসিন্দারা। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর নির্বাচনী প্রচারের রালিতে একমাত্র গাড়ীতে কানাইয়া-করিমের দেখা মিলল। পাশাপাশি কানাইয়া-জাকিরকে দলীয় সাংগঠনিক পদে মেনে নেওয়ার কথাও স্বীকার করে নেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী।