ইসলামপুর হাইস্কুলের সহ শিক্ষক পাশারুল আলম চাকরি জীবন থেকে অবসর নিলেন।

ইসলামপুর হাইস্কুলের সহ শিক্ষক পাশারুল আলম চাকরি জীবন থেকে অবসর নিলেন। শনিবার স্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক এবং ছাত্ররা বিদায় সংবর্ধনা জানান। বিদায় অনুষ্ঠানে এক দিকে যেমন স্কুলের ছাত্রদের সাথে সময় ভাগ করে নেন অন্য দিকে সহকর্মীদের সাথেও সময় কাটান শনিবার দুপুর থেকেই বিভিন্ন কর্মসূচী রাখা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন মন্ত্রী গোলাম রব্বানি, পুরপ্রধান কানাইয়ালাল আগরওয়াল ,পরিচালন সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম , প্রাক্তণ পরিচালন সমিতির সভাপতি কাইজার চৌধূরী। এছাড়া বর্তমান ও প্রাক্তন সহ কর্মী দের পাসাপাসি অন্যান্য বিশিস্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পাশারুল আলম জানান এদিন অবসরের পরেও স্কুলে শিক্ষকতা করতে চান। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সলিমুদ্দিন জানান এই স্কুলে যোগ দেবার পর চারটি বট গাছ পেয়ে ছিলেন চতুর্থ বট গাছ পাশারুল আলম, তার অবসর নেওয়ায় স্কুলের অনেক বড়ো ক্ষতি হোলো। মন্ত্রী গোলাম রব্বানী বলেন, কর্ম জীবনের কোনো শেষ নেই, , তিনিও একই স্কুলের শিক্ষক পাসারুল আলম তার সহ কর্মী তিনি আরো জানান পসারুল আলম একজন দক্ষ শিক্ষক উনার মতো দক্ষ শিক্ষক খুব কম দেখেছেন। ইসলামপুর পৌর সভার পৌর প্রধান কানাইয়া লাল আগরওয়াল জানান সরকারী কর্মি দের কর্ম জীবন থেকে একসময় অবসর নিতে হয়, এটাই নিয়ম তবে পসরুল আলম একজন শিক্ষকের পাসাপাসি লেখক, তিনি বিভিন্ন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, তিনি একা থাকবেন না আমরা উনার পাসে আছি এবং থাকবো। শিক্ষক পাসারুল্ আলম জানান, এটাই সরকারি নিয়ম, আমার অনেক পরিচয় আছে তবে সবার আগে আমি একজন শিক্ষক তিনি আরো জানান প্রায় অনেক কিছুই ভোলা যাবে কিন্তু ছাত্র দের সাথে যে নিবিড় সম্পর্ক ছিলো তা ভুলতে একটু কষ্ট হবে। তিনি আরো জানান স্কুলের পরিচালন সমিতির কাছে আবদার কোরেছেন তার রুটিন যেনো আগের মতোই রাখা হয়, যাতে করে সময় মতো স্কুলে এসে ক্লাস নেওয়ার মাধ্যমে ছাত্রদের সাথে সময় কাটাতে পারেন।এদিন ইফতারের মাধ্যমে এই বিদায়ী সংবর্ধনা শেষ হয়।

Post a Comment

Previous Post Next Post