ইসলামপুরে,দেশের দ্বিতীয় বৃহত্তম রাম নবমীর শুভসূচনা।


 উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে আয়োজিত হতে চলেছে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রাম নবমী।

আগামী ১৭ই এপ্রিল রাম নবমী, বিশ্ব হিন্দু পরিষদ প্রতিবছর রাম নবমীর আয়োজন করে আসছে এই উৎসব।

 ২০১২ সাল থেকে ইসলামপুরে শ্রী রাম নবমীর শুরু হয় সেটা এখন জনপ্রিয় উৎসবে পরিনত হয়েছে।

 এর প্রস্তুতি এক মাস আগে থেকেই শুরু হয়ে যায় শহরের রাজ পথ গৈরিক পতাকা দিয়ে সজ্জিত করা হয়,গলি গলি সেজে ওঠে। আর মাত্র এক মাস বাকি তার মধ্যে বিশ্ব হিন্দু পরিষদের ইসলামপুর জেলা কার্যালয়ে একটি বৈঠকের মাধ্যমে ২০২৪ 

রাম নবমীর আলোচনা করা হয়।

আজ ইসলামপুর বাস টার্মিনাসে রাম নবমীর গৈরিক পতাকা ও বন্যার লাগিয়ে শুভ সূচনা হয়।

উত্তরবঙ্গ প্রান্ত সংগঠন সম্পাদক অনুপ মণ্ডল জানিয়েছেন দীর্ঘ ৫০০ বছর পর এই বছরের রাম নবমী অযোধ্যা থেকে প্রভু রাম লালা নিজের চোখে দেখবেন।

 তাই আমরা প্রস্তুত আছি এই বারের রাম নবমীকে কেন্দ্র করে।

 উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ প্রান্ত সংগঠন সম্পাদক অনুপ মণ্ডল রাম নবমী উদযাপন কমিটির সম্পাদক সুমন্ত ভাওয়াল, উত্তরবঙ্গ প্রান্ত সহ মন্ত্রী গৌরাঙ্গ তলাপাত্র সহ ইসলামপূরের একাধিক বিশিষ্টরা।

Post a Comment

Previous Post Next Post