স্ত্রীর ইচ্ছে ছিলো তাঁর চাকুরীর প্রথম মাসের বেতনের অর্থ দিয়ে দুঃস্থ ও সাধারন মানুষের পাসে দাঁড়াতে। সেই মতো স্বামীও স্ত্রীর ইচ্ছের সন্মান জানিয়ে তাঁর প্রথম মাসের বেতনের অর্থ দিয়ে দুঃস্থ ও সাধারণ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করলেন। শনিবার ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি ডক্টর সাদিকুল ইসলাম তাঁর স্ত্রীর এই ইচ্ছে পুরন করেন, ব্লক কংগ্রেসের দলীয় কর্যালয়ে, কংগ্রেসের অন্যান্য সদস্য দের উপস্থিতিতে সাধারন ও দুঃস্থ মানুষের মাঝে বস্ত্র আজ বস্ত্র বিতরণ করেন। প্রায় শতাধিক সাধারন ও দুঃস্থ মানুষের মাঝে এই বস্ত্র বিতরন করেন বোলে জানা যায়, ।
Tags:
ইসলামপুর